নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নরসিংদী জেলা শাখার সাবেক সিনিয়র সহ সভাপতি, বর্তমান কমিটির অন্যতম যুগ্ম আহবায়ক আলহাজ্ব সুলতান উদ্দিন মোল্লার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা জাগপা’র সভাপতি ইন্জি.মো: এনামুল হক।
ইন্জি.মো: এনামুল হক বলেন-‘আলহাজ্ব সুলতান উদ্দিন মোল্লা কাকা ছিলেন কিংবদন্তি তুল্য রাজনৈতিক। ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে ছিলেন বিনয়ী, বন্ধুবৎসল, পরোপকারী এবং ধর্মপরায়ণ। একজন দক্ষ নেতা হিসেবে দু:সময়ে দল ও দেশের জন্য নিবেদিত এই নেতার মৃত্যুতে নরসিংদীতে অপূরণীয় ক্ষতি হয়েছে। দীর্ঘদিন নরসিংদী তার শূন্যতা অনুভব করবে। নরসিংদীবাসী দলমত নির্বিশেষে তাকে সম্মান করতো। বর্ষিয়ান এই নেতাকে হারিয়ে নরসিংদী ৩ শিবপুরবাসীও একজন অভিভাবককে হারালো। আল্লাহ উনাকে জান্নাত দান করুক “।
জানা গেছে, নরসিংদীর শিবপুরের সন্তান সুলতান উদ্দিন মোল্লা ছিলেন জেলা বিএনপির অন্যতম নীতিনির্ধারক। শিবপুরের স্থানীয় রাজনীতিতে একসময়ের এই কিংমেকার জেলা বিএনপিতে নেতৃত্বে এসে পুরো জেলায় বিএনপিকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিনি বিভিন্ন সময় নরসিংদী জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি, সবুজপাহাড় ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা, শিবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ, জাতীয়তাবাদী তাতীঁ দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতিসহ অসংখ্য মসজিদ, মাদরাসা, সামাজিক সংগঠনের প্রতিষ্ঠা, সভাপতি, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২৫ জানুয়ারি শনিবার ২০২৫, মৃত্যুকালে তিনি তার দুই ছেলে, সহধর্মিণীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। তার বড় ছেলে ড্যাব’র কেন্দ্রীয় সদস্য ডা.আশরাফুল হক মানিক এবং ছোট ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র নরসিংদী জেলার সভাপতি ইন্জি মো: এনামুল হক বলেন-‘রাজনীতি আলহাজ্ব সুলতান উদ্দিন মোল্লাদের ত্যাগ,সংগ্রাম ও বিপ্লবোত্তর ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে”
তিনি মরহুম সুলতান উদ্দিন মোল্লার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।