ডেস্ক রিপোর্ট :
জাতীয় গণতান্ত্রিক পার্টির সহযোগী ছাত্র সংগঠন ‘জাগপা ছাত্রলীগ’র পক্ষ থেকে উনসত্তরের গণঅভুথানের বীর শহীদ আসাদ দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা জানানো হয়েছে। জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী বলেছেন-‘৬৯ এর শহীদ আসাদ আর ২৪ এর শহীদ আবু সাইদের জীবনদান বাঙালির সাহস ও বিপ্লবের পথযাত্রা। আমরা বারবার প্রমাণ করেছি দেশ মাতৃকার যেকোনো প্রয়োজনে আমরা জীবন পর্যন্ত দিতে পারি’।
১৯৬৯ সালের গণঅভ্যূত্থানের সময়ের এই দিনে মোহাম্মদ আসাদুজ্জামান ওরফে আসাদ পুলিশের গুলিতে শহীদ হন।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটি তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৬৯ সালের এদিনে ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায় ছাত্র-জনতার মিছিলে সে-সময়ের পুলিশ গুলি চালায়। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স’র ছাত্র মোহাম্মদ আসাদুজ্জামান গুলিবিদ্ধ হয়ে নিহত এবং আহত হন আরো অনেক।
শহীদ আসাদের এই আত্মত্যাগ চলমান আন্দোলনে যোগ করে নতুন মাত্রা। বাঙালির স্বাধিকারের দাবিতে সোচ্চার সব শ্রেণি-পেশার মানুষ জেল-জুলুম উপেক্ষা করে রাজপথে নেমে আসে।
পর্যায়ক্রমে আন্দোলন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করে, যা পরবর্তীতে গণঅভ্যুত্থানে রূপ নেয়।
আসাদ দিবস উপলক্ষ্যে জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন আহমেদ অভি বলেন-‘এদেশের স্বাধীনতা সংগ্রামে যাঁরা আত্মাহুতি দিয়েছেন তাঁদের অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি মনে করি, শহীদের আত্মত্যাগ কখনও বৃথা যাবে না।’
২০ জানুয়ারী সোমবার জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক মো.মাহবুব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।