বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)এর সিভিল টিম। সোমবার (১১নভেম্বর) সন্ধা ৬ টায় বেলাবো উপজেলার চর উজিলাব ইউনিয়নের বারৈচা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় কাছ থেকে একটি বিদেশি রিভালবার উদ্ধার করা হয়।আটককৃত ব্যক্তি হলেন- উপজেলার দেওয়ানের চর গ্রামের তাজুল ইসলামের ছেলে সুজন মিয়া (৩৬)।
গ্রেফতারকৃত সুজন মিয়াকে জেলা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এছাড়া একই গ্রামের আব্দুল বারিকের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কানন মিয়া (৩০)ও হাছেন আলীর ছেলে ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া (৩৪) কে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ব্যাক্তি ও তাদের সঙ্গবদ্ধ একটি চক্র দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ও চোরাচালানের কারবার করে আসছে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের হামলার জন্য বেলাব অভিযুক্তকরে তাদের বিরুদ্ধে সিআর মামলা নং ৫৮৫ /২৪ সহ একাধিক মামলা রয়েছে। এমন সংবাদ পেয়ে রেপিড অ্যাকশন বেটেলিয়ানের একটি দল গতকাল সোমবার সন্ধায় বারৈচা দেওয়ানের চর এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে একজনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভাল বার জব্দ করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।
মদন সেনা ক্যাম্পের কমান্ডার ইমামুন নূর জানান, মাদক ও চোরাচালানের সংবাদের প্রেক্ষিতে যৌথ অভিযান চালানো হয়েছে। একটি রাইফেলসহ তিন ব্যক্তিকে আটক করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানের বিষয়ে জানতে চাইলে র্যাবের একজন কর্মকর্তা বলেন , দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রেপিড অ্যাকশন বেটেলিয়ান কর্তৃক এ ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।